Header Ads

Header ADS

Linkin Park - Breaking The Habit - Song Meanings - বাংলা।

চলুন দেখে নেয়া যাক আমেরিকান রক ব্যান্ড Linkin Park এর বিখ্যাত Breaking The Habit গানটির অর্থ।

breaking the habit meaning, breaking the habit youtube, breaking the habit chords, breaking the habit (live), breaking the habit anime, breaking the habit album, breaking the habit of being yourself, numb lyrics, linkin park, linkin park songs,
Breaking The Habit (Linkin Park)

নিজ কথা— ( Linkin Park এর অসংখ্য গানের মধ্যে এই গানটি আমার. পছন্দের অন্যতম। যেটা আমাকে ভাবায় যে আমি কি সঠিক পথে আছি…? যার কারনে এই গানটির অর্থ বের করার একটা ক্ষুদ্র প্রয়াস। যদি আমার মিনিং ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।) Chester Bennington এর অসাধারন কন্ঠে গাওয়া এই গানটি শেষ পর্যন্ত একটি অন্য মাত্রা পেয়েছে। গানটিতে বুঝাতে চেয়েছেন যে………

যে সমস্ত জিনিস নিয়ে তার ভুল, তার অতীত স্মৃতিগুলো তাকে ভীষণভাবে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, সব সমস্যা নিয়ে চিন্তা করছেন এবং স্মরণ করেন কতটা ভালো লাগে যখন তিনি নিজেকে আঘাত করেন …।

Memories consume
Like opening the wound
I’m picking me apart again

এই বাক্যে লেখক তার ভিতরের (মনের) চাঁপা পুরনো স্মৃতির অবতারণা করেছেন এমন যে– স্মৃতিগুলো তাকে এমন ভাবে দগ্ব করছে, এটা যেন ক্ষত স্থান খোলার মতোন। তিনি আরো বলতে চেয়েছেন যে সে এই টুকরো টুকরো স্মৃতিগুলোকে কুড়ানোর চেষ্টা করেছেন কিন্তু সেগুলো আবার আলাদা হয়ে যাচ্ছে। সত্যিই পার করে আসা অতীত সময়কে শুধু অবতারনা করা যায়,ফিরে পাওয়া যায় না। অধিকাংশ মানুষই তার সুখময় অতীতকে ফিরে পাওয়ার প্রায়স করেন কিন্তু সেটা কোনদিনই সম্ভব নয়। শুধু তাকে আঁকরে ধরে বেঁচে থাকা যায়। সাধারনের মত লেখকও এখানে তার টুকরো অতীতকে ফিরে পাওয়ার আকুতি প্রকাশ করেছেন। কিন্তু দিন শেষে এটি পুরোপুরি একটি ব্যর্থ চেষ্টা মাত্র।

You all assume
I’m safe here in my room
Unless I try to start again

তিনি বোঝাতে চেয়েছেন যে — তোমরা সবাই অনুমান করছো যে আমি আমার কক্ষে নিরাপদে আছি। কিন্তু আসলে এটা নিরাপদ না। আমি তখনেই নিরাপদ বোধ করব যখন আমি আবার নিজেকে নতুন করে শুরু করতে পারব।

লেখক এখানে অতীতকে ভুলে যেতে চাইছেন এবং নিজেকে নতুন করে সাঁজানোর প্রয়াস করেছেন।

I don’t want to be the one
The battles always choose

এখানে লেখকের আফসোস প্রকাশ পেয়েছে যে–
আমি ঐ একজন হতে চাই না যাকে যুদ্ধ সবসময় বেছে নেয়।
তার মোনে হচ্ছ যে কেনো বার বার যুদ্ধ আমাকে বেছে নেয়।

আসলে জীবনটাই একটা যুদ্ধক্ষেত্র। জয়ী হওয়াই এই যুদ্ধের একমাত্র সমাধান।

‘Cause inside I realize
That I’m the one confused
I don’t know what’s worth fighting for
Or why I have to scream.

এখানে এই জীবন যুদ্ধের কথা চিন্তা করে হতাশা হওয়া প্রকাশ পেয়েছে…
তিনি এখানে নিজে নিজে বুঝতে পেরেছেন এবং সেই বিষয়ে তিনি খুবই বিভ্রান্ত হয়ে পড়েছেন। সে জানেন না কেন এই লড়াই করছেন তিনি আর কেনই বা তাকে চিৎকার করতে হচ্ছে।

I don’t know why I instigate
And say what I don’t mean.

এইগুলো চিন্তা করতে করতে এক পর্যায়ে লেখক উত্তেজিত হয়ে পরেন এবং নিজেকে প্রশ্ন করেন কেনো আমি উত্তেজিত হব। এটাই স্বাভাবিকতা। সে চিৎকার করে বলতে চেয়েছেন যে তোমরা আমাকে বলো যেটা আমি তোমাদেরকে বুঝাইনি।

I don’t know how I got this way
I know it’s not alright.

আসলে লেখক এখানে বুঝাতে চেয়েছেন — জীবন একটা বৃহত্তর যুদ্ধের ময়দান। এই যুদ্ধে অনেকেই পরাজয় স্বীকার করেন জীবনের কাছে এবং চিন্তা করেন–

“আমি জানিনা কেনো এই পথে আসলাম। জানি এই পথে আসাটা ঠিক ছিল না।”

এই যুদ্ধে সঠিক সিদ্ধান্তগ্রহণ করার একবারই সুযোগ আসে।যে সঠিক সিদ্ধান্ত নেয় সে অবস্যই জয়ী হয়। কিন্তু একটা সময় আসে যখন অধিকাংশ লোকই সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। ভুল সিদ্ধান্ত নিয়ে সে ভুল পথে ক্রমশই অগ্রসর হতে থাকে। কিন্ত একটা সময় সে বুঝতে পারে তার এই পথ চলাটা ছিল ভুল। তখন সে চিন্তা করে এই পথে আসা আমার সঠিক ছিলনা। কিন্তু নিজেকে সুধরে নেয়ার সময় খুবই কম পাওয়া যায়।

So I’m breaking the habit
I’m breaking the habit
Tonight

এইসব নানা রকম কথা চিন্তা করে বলতে চেয়েছেন–
সুতরাং আমি আজ রাত থেকে আমার অভ্যাস পরিবর্তন করছি।লেখক এখানে তার ভিতর একটা পরিবর্তন আনার প্রয়াস করেছেন। যেটা এই মুহূর্তে খুবই প্রয়োজনীয়। তিনি আর ভুল পথে হাটতে চাইছেন না।

Clutching my cure
I tightly lock the door
I try to catch my breath again

লেখক এখানে নতুন করে জীবনকে ফিরে পেতে চাইছেন–
তার মনের ভিতরে যে ক্ষতগুলি ছিল সেগুলো এখন শারীরিক ক্ষততে পরিনত হতে চলছে।

সে তার মনের দরজায় শক্ত করে খিল দেয়ার চেষ্টা করে ঐ সব ভুল স্মৃতিগুলিকে পরিহার করতে এবং নতুন করে আবার শ্বাস নেয়ার চেষ্টা করতে চায়। নতুন করে জীবন শুরু করতে চায়।

I hurt much more
Than anytime before
I had no options left again

এখানে তার ভিতর আবারও আফসোস ফুটে উঠেছে–
যে তার হাতে এখন আর কোনো উপায় অবশিষ্ট নাই।এ কথা চিন্তা করে তিনি অধিক কষ্ট পেয়েছেন যা এর আগে কখনও এতো কষ্ট হয়নি তার।

I don’t want to be the one
The battles always

The battles always choose
‘Cause inside I realize
That I’m the one confused

আগের অর্থ দেখুন…..

I don’t know what’s worth fighting for
Or why I have to scream
I don’t know why I instigate
And say what I don’t mean
I don’t know how I got this way

আগের অর্থ দেখুন….

I’ll never be alright

লেখকের ভিতর এবার একটা নাবোধক চিন্তা কাজ করছে। যেটা হাল ছেড়ে দেয়ার মতোন। তিনি বুঝতে পারছেন যে– আমি কখনও ঠিক হবো না।

So I’m breaking the habit
I’m breaking the habit
Tonight

আগের অর্থ দেখুন….

I’ll paint it on the walls
‘Cause I’m the one at faults
I’ll never fight again
And this is how it ends

লেখক এখানে তার অপারগতাকে বুঝাতে চেয়েছেন—যে, তিনি জীবন যুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিতে না পেরে যে বড়ো ভুলটা করেছেন, এটা তিনি দেয়ালে লিখে রাখতে চান।যেনো এমন ভুল আর কোনোদিন না করেন। এমন যুদ্ধ তিনি আর দ্বিতীয় বার করতে চান না।এবং যুদ্ধটা এভাবেই শেষ হয়।

I don’t know what’s worth fighting for
Or why I have to scream

আগের অর্থ দেখুন

But now I have some clarity
To show you what I mean

এই বাক্যে লেখক কিছু মূল্যবান কথা বলতে চেয়েছেন যা তিনি জীবন যুদ্ধ থেকে শিখেছেন—তার যুদ্ধটা এমন করুণ ভাবে শেষ হলেও কিন্তু তিনি কিছু বিষয়ে পরিষ্কার ধারনা নিতে পেরেছেন যেটা তিনি সবার কাছে জাহির করতে চেয়েছেন।এটা এমন মনের ক্ষতগুলো আমাদেরকে কাঁদায় এবং স্মৃতিগুলো ভাবায়। তাই আগে থেকেই উচিত আমাদের খারাপ অভ্যাসগুলো পরিহার করা…প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসতে পারে যখন সে জীবন যুদ্ধের ময়দানে এক কঠোর বাস্তবতা এবং কঠিন মূল্যবান সিদ্ধান্তের সামনে দাড়িয়ে। স্বাভাবিক ভাবেই তাকে প্রায়সই এমন যুদ্ধ করে যেতে হয়। তখন এই কঠিন সিদ্ধান্তের সামনে হাল ছেড়ে দিলে হবে না। সময়মত সঠিক সিদ্ধান্ত গ্রহন করে সামনে এগিয়ে যেতে হবে তাকে। কিন্তু আমরা অনেকেই এটা করতে পারে না। অনেকেই আমরা এ সময় ভুল পথে পা বাড়াই। কিছুকাল পর আমরা বুঝতে পারে আমি যে পথে আছি সেটা আমার জন্য সঠিক নয়। তখন আবার আমরা ফিরে যেতে চাই যেখান থেকে এটা শুরু হয়েছিল। কিন্তু আফসোস এর ব্যাপার অনেকেরই ফিরে আসার পর্যাপ্ত পরিমান সময় হাতে আর অবশিষ্ট থাকে না।

I don’t know how I got this way
I’ll never be alright
So, I’m breaking the habit
I’m breaking the habit
I’m breaking the
Tonight

সুতরাং পরিশেষে — অভ্যাস পরিবর্তন করা উচিত,অভ্যাস পরিবর্তন.. .. এবং এটা আজ রাত থেকেই…।
(সমাপ্ত)
লিখনে — Apurba Bepari Yuvi

1 comment:

Powered by Blogger.