Header Ads

Header ADS

Rubbish Village Politics - এর শেষ কোথায়?

আপনি শহরে আছেন - বলবেন খুবই কষ্টে আছি, ভালো নাই, সারাদিন প্যারার উপর থাকি, শহরের ধুলোবালি ময়লা, গাড়ির কালো ধোয়া, জনসংখ্যা বিস্ফোরণ, বসবাসের অনুপযোগী, গ্রামই ভাল আরও ইত্যাদি ইত্যাদি বিষয়াবলী এক নিমেষেই বলে ফেলবেন। এক কথায় একটা আরজি জানিয়ে দিলেন। 
কিন্তু না ভাই - আমি বললাম আপনি ভাল আছেন। কারন আপনি বর্তমানে গ্রামে বসবাস করছেন না। গেলে চোখে পড়বে গ্রামীন জনগোষ্ঠীর সেই আদি সমাজব্যবস্থীয় শাসন ব্যবস্থার (Village politics) কি বেহাল অবস্থা ও হাজার হাজার অসংগতির সূতিকাগার। অধিকাংশ মানুষ সেখানে তার নিজের  হীনমন্যতা ও পরশ্রীকাতরতার সীমা অতিক্রম করছে। এর মধ্যে আবার তথাকথিত কতিপয় কিছু মাতব্বর শ্রেনির(more than virus) কথা আর নাই বললাম। তারা তো চরম শিখঁড়ে। এদের ধার্জিত প্রায় কথাই শিক্ষিত সমাজের সাথে অসংগতিপূর্ন। এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ভদ্র, শিক্ষিত এবং ভাল ছিলেন। আপনি হঠাৎ যখন সত্য কথা বলা শুরু করবেন অর্থাৎ তাদের কথায় সহমত জ্ঞাপন না করে প্রতিবাদ করলেন না যেনো হোগামারা খাইলেন। আরো যদি আপনার  বর্তমান অর্থনৈতিক অবস্থা থাকে নাজুক তাহলে তো আর কথাই নাই (গোদের উপর বিষফোঁড়া)। তাহলে আপনার ঈশ্বরও এখন আর বাঁচাতে পারবে না। তখন সুমন ভাই - রাসেল ভাই, সহসাই আপনি কিন্তু আর ভদ্র, শিক্ষিত থাকলেন না। তারা প্রথমেই আপনার কোন জিনিসটার উপর আঘাত হানবে জানেন?  - আপনার শিক্ষা বা শিক্ষিত হওয়াকে। সব দোষ গিয়ে পড়বে তখন আপনার ওই শিক্ষায়। আর একটা মুখস্থ কথা শুনতর পাবেন যে, "এতো বই  পইড়গা, পড়াশোনা কইরগা এইয়া শেকছো।" যারা আছেন আমার চেয়ে অনেকেই হয়তো আরো ভালো বোঝেন ব্যাপারগুলা।  তারপর মাতব্বরদের  অনধিকারচর্চা, হাজার-হাজার রিউমার, যল্পনা- কল্পনা, উড়োখবর, হলুদ সাংবাদিকতা ইত্যাদির মাধ্যমে আপনি হয়ে যাবেন সেখানের টপ রেটেট অভদ্র। (এটা বানাইতে তাদের বেশিদিন সময় লাগবে না, আমি আপনাকে কথা দিচ্ছি।)  কিন্তু আপনি যদি আবার তোষামুদে বা চাটুকার মস্তিষ্কের হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নাই (কথা দিলাম)। এই হল অধিকাংশ গ্রামের একেবারে বাস্তবিক সহজ সরলবৃত্ত ও তার দর্পনচিত্র। আপনি প্রতিবাদ করলেই সেখানে সমস্যা। দাদো এরেই কয় village politics. The rubbish one. মন চায় ব্যাচেলর মেসে নিয়া যদি একদিন থেরাপি দেয়া যেতো (you know what i mean)। ভাই এতে গন্ধে-পুষ্পে আপনিই ভালো আছেন শহরে।
পৃথিবীর যত নতুন সংস্করণ প্রতিবাদের মাধ্যমেই তৈরি হয়েছে  নবীনদের কাছ থেকে, প্রবীনদের নয়। আর সেটাও শিক্ষিতের হাতে, অশিক্ষিতের নয়।
#fuckvillagepolitics
#makebrokethuscycle
[যাইহোক কথাগুলো হয়তো ভদ্র ভাষায় বললাম(don’t deserve)।  হয়তো অনেকেরই মতমতো হইছে আবার কারো হয়তো দায়ভাগে পড়ে কষ্ট বা রাগ হইছেন। কিন্তু ভাই আমি বাধ্য। 
আমি ক্ষমা প্রার্থী।]
collected from facebook -- Apurba Bepari Yuvi  

No comments

Powered by Blogger.