Linkin Park - What I've Done - Song Meanings - বাংলা।
চলুন দেখে নেয়া যাক আমেরিকান রক ব্যান্ড Linkin Park এর বিখ্যাত What I've Done গানটির অর্থ।
নিজ কথা--- ( Linkin Park এর অসংখ্য গানের মধ্যে এই গানটি পছন্দের অন্যতম। যেটা আমাকে ভাবায় যে আমি অতীতে কি অনিয়ম করেছি বা এতোদিনে আমি কি করেছি এবং তা কতোটা গ্রহনযোগ্যতা পাবে...? এই পৃথিবীকে আমরা কী দিয়েছি। কিছুই দেইনি বরং আমরা এই ভূমাতাকে ভবিষ্যতের অনুপযোগী তৈরী করে যাচ্ছি দিনের পর দিন। অর্থাৎ বসবাসের অনুপযোগী করছি বিভিন্নভাবে। গানটিতে এই বিষয়টিই ইঙ্গিত করেছেন। নানা ধরনে দূষণ, অপরিকল্পিত শিল্পায়ন, প্রযুক্তির ভুল ব্যবহার - পারমানবিক বোমা ( তাদের অন্য একটি অ্যালবাম A Thousands Suns এখানে এই বিষয়টি প্রধানরুপে প্রতিয়মান হয়েছে) , বিশ্বায়ন আরো নানাবিধ কারনের ফলে বায়ুমন্ডলীয় ওজোনস্তর পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি আবার ভূগর্ভস্থ পানির স্তর কমার ফলে বাসস্থান মরুভূমিতে রুপান্তরিত হওয়া। সভ্যতার বিকাশ ও জনসংখ্যা বিস্ফোরণের ফলে প্রতিনিয়ত আমরা বন উজাড় করছি। যার ফলে প্রায়শই খড়া-বন্যা, সুনামি, ভূমিকম্পের মত বড় বড় দুর্যোগের মুখোমুখি হচ্ছে পৃথিবী। অর্থাৎ আমরা আমাদের এই গ্রহকে নিয়মিত বসবাসের অনুপযোগী করে তুলছি। গানটিতে মূলত এইসব বিষয়ের উপর আলোকপাত করেছেন। আর এইসব মানবসৃষ্ট সমস্যার জন্য লেখক এখানে তার ঈশ্বর এবং এই গ্রহের কাছে ক্ষমা চেয়েছেন। গানটির অফিসিয়াল মিউজিক ভিডিওটি দেখলে আরো বুঝতে পারবেন।
দেখুন Linkin Park কোনো রাজনৈতিক বা প্রেম আবেগ ব্যান্ড না ভাই। এই জন্যই হয়তো Chester Bennington বলেছেন "We are not a political band, we are a socially-minded band." যার কারনে এই গানটির অর্থ বের করার একটা ক্ষুদ্র প্রয়াস। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।)
Chester Bennington এর অসাধারন কন্ঠে গাওয়া এই গানটি শেষ পর্যন্ত একটি আদ্ধাতিক মাত্রা পেয়েছে । গানটিতে বুঝাতে চেয়েছেন যে.........
শেষ মুহূর্তে... এই পার্থিব জগতকে একদিন ভুলে গিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে এবং সত্য বলে স্বীকার করতে হবে আমি অতীতে যে সব ভুল করেছি এবং যে কোনো প্রকারে সামনের দিনগুলোতে ভালো কিছু করার প্রত্যয় গ্রহন করাকে।
আমি যা করেছি
In this farewell
There’s no blood
There’s no alibi
‘Cause I’ve drawn regret
From the truth Of a thousand lies
এ বিদায়ে কোন রক্ত নেই
অন্যত্র থাকার অজুহাত নেই।
কেননা আমি শোক প্রকাশ করেছি হাজারো মিথ্যার মাঝে সত্যটা থেকে।
এখানে লেখক একটি চড়ম সত্যকে আপন করে নেয়ার প্রয়াস করেছেন... এমন ভাবে যে হাজরো মিথ্যার মধ্যে একটি সত্য বিষয়কে আমাদের সবাইকেই মেনে নিতে হবে। সেই বিদায়ের দিন কারো কোনো অজুহাত দেখানোর সময় থাকবে না। সেদিন কোনো কিছুই আর আগের মতোন জীবন্ত বা প্রাণবন্তও থাকবে না। এখানে তিনি শুধু ঐ দিনটির কথা মনে করার চিন্তা করেছেন।
Let mercy come
And wash away
What I’ve done
নিজের ভিতর সেদিন দয়া আসবে যে আমি আগে করেছি (পাপ) সেগুলো ধুয়ে ফেলার জন্য।
এখনেই সময় পাপগুলো মুছে ফেলে নিজের প্রতি নিজেকে দয়া করার যে পাপগুলো আমি অতীতে করেছি।
I’ve faced myself
To cross out what I’ve become
Erase myself
And let go of what I’ve done
লেখক এখানে নিজের বিবেকের সামনে দাঁড়িয়ে বলতে চেয়েছেন...
এখোন আমি নিজের মুখোমুখি হয়েছি এবং ঘেঁটে বের করতে যা আমি হয়েছি।
নিজেকে পরিষ্কার করছি নতুন সাদা মনের মানুষ হওয়ার জন্য। আর ছেড়ে দিতে চাই আমি যা করেছি। পুরোপুরি একটি নতুন মানুষ হওয়ার আশায়।
আমাদের সবার জীবনে এমন সময় একদিন অবশ্যই আসবে যখন আমারা নিজের সামনে মোকাবেলার জন্য দাঁড়িয়ে।
তখন নিজেকে অতি ক্ষুদ্র এবং পাপী মনে হবে। অতীতে যত সব ভুল কাজ আমি করেছি তার প্রত্যকটি ভুল এক এক করে আমার মনে পড়বে। তখন আমরা একেবারে অসহায় হয়ে পড়ব। আর বার বার মনে পড়বে যে আসলে অতীতে আমি কি করলাম...!!? পাপ না পুণ্য ??
Put to rest
What you thought of me
Well I cleaned this slate
With the hands Of uncertainty
লেখক এখানে তার বিবেকের সাথে কথা বলার এক পর্যায়ে অগত্যা সহমত প্রকাশ করে বলতে চেয়েছেন...
এবার তুমি থামো।
তুমি আমার সম্পর্কে যা ভাবো সেটা সঠিক নয় যাহোক তারপরও আমি এই সমালোচনাগুলো পরিষ্কার করলাম অনিশ্চিতের হাত দিয়ে।
Let mercy come
And wash away
What I’ve done
দয়া আসতে দাও আর ধুয়ে যেতে দাও আমি যা করেছি।
আসলে আমি কি করলাম বা এই জগৎ কি পেয়েছে আমার কাছ থেকে।
এই পার্থিব জগত থেকে পাওয়া কিছু নিছক জিনিস নিয়া আমরা প্রায়সই বড়াই করে চলেছি। কিছু ঐশ্বর্য, শক্তি,সামর্থ, সম্পদ টাকা-পয়সা নিয়ে খুবই অহংকারী হয়ে উঠি। এবং এই অহংকারের প্রদর্শন আমরা প্রায়ই করে থাকি। যেটা করা আমাদের কোনো সময়ই উচিত নয়। আমরা এখন এই বিষয়গুলিকে পাত্তাই দিই না তুচ্ছতা উড়িয়ে দিই করে এবং কিছু মনেই করিনা যে আমি কি করছি। কিন্তু শেষ বিদায়ের সময় অবশ্যই মনে পড়বে যে আমি কতটা ভুল করেছি এবং যে সব পার্থিব জিনিস নিয়ে আমি অপরের প্রতি অহংকারী হয়ে জোর খাটিয়েছি বেলাশেষে সেগুলো পুরোপুরি একটা মূল্যহীন ব্যর্থ জিনিসে পরিনত হয়েছে। তখন শুধু নিজের প্রতি নিজের অনুশোচনা আসবে। তখন এটা ছাড়া আর কোন কিছুই করার থাকবে না। লেখকের মনেও এখানে সেই অনুশোচনাটা কাজ করছে যে আমি কি করলাম। তাই এখন আমি নিজেকে ধুয়ে পরিষ্কার করতে চাই।
I’ve faced myself
To cross out what I’ve become
Erase myself
And let go of what I’ve done
আমি নিজের মুখোমুখি হয়েছি ঘেঁটে বের করতে যা আমি হয়েছি। নিজেকে পরিষ্কার করি আর ছেড়ে দেই আমি যা করেছি।
For what I’ve done
I’ll start again
And whatever pain may come
Today this ends
I’m forgiving what I’ve done
এখানে সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবর শুরু করার প্রত্যয় প্রকাশ পেয়েছে লেখকের ভিতর।
আমি যা করেছি সেগুলো ভুলে যেতে চাই। আমি আবারো শুরু করব। আর যে ব্যাথাই আসুক না কেন আজকে এর সমাপ্তি আমি আগে যা করেছি তার।
I’ve faced myself
To cross out what I’ve become
Erase myself
And let go of what I’ve done
আমি নিজের মুখোমুখি হয়েছি ঘেঁটে বের করতে যা আমি হয়েছি।নিজেকে পরিষ্কার করি আর ছেড়ে দেই আমি যা করেছি।
What I’ve done
Forgiving what I’ve done
[background ]
(no)
(no)
(no)
(no)
(End)
আমি যা করেছি বা আমি কি করলাম।শেষ দিনের হিসেবের পর আমার কাছে আর অবশিষ্ট কিছুই থাকল না এটা ভেবে লেখক এখানে খুবই আফসোস প্রকাশ করেছেন এবং বার বার বলেছেন এটা আর করব না না না....!
পরিশেষে আমি যা করেছি সেজন্য নিজেকে ক্ষমা করছি।
(সমাপ্ত)
ধন-সম্পত্তি, প্রতিপত্তি, শক্তি, ঐশ্বর্য এগুলো আসলে বেলা শেষে কোন কিছুই সাথে যাবে না। সেটাই একমাত্র সাথে যাবে যে যদি আমরা কোনো পূন্য কাজ করে থাকি। আমরা প্রায়সই এটা চিন্তা করে আবেগ প্রবন হয়ে উঠি যে এই পৃথিবীতে এসে কিছুই পেলাম না বা পৃথিবী আমাকে কিছুই দিতে পারল না ইত্যাদি ইত্যাদি....।
সত্যিই এটা চিন্তা করা একটা মূল্যহীন ব্যর্থ আবেগ মাত্র। এটা চিন্তা করায়ই আমরা নিম্নগ থাকি কিন্তু একবারও এটা চিন্তা করি না যে পৃথিবীকে আমি কি বা কতোটা দিলাম বা আমার কাছ থেকে এই সমাজ সংসার কি পেল..?
সুতরাং এখন আমরা যে অবস্থানে আছি সেই অবস্থান থেকেই নিজেকে পরিষ্কার করার চেষ্টা করা উচিত। এখনেই সব ভুলের সমাপ্তি করা উচিত এবং নিজের প্রতি নিজের দয়া আনা উচিত।
লিখনে.... Apurba Bepari Yuvi
No comments